Posts

Showing posts from March, 2019

একাকিত্বের অন্তরালে || পর্ব ৩ || EKAKITTER ONTORALE-3 by Fahim Rifat

৩ তিনদিন পর হঠাৎ সাকিবের সাথে দেখা। আমি মোটামুটি হকচকিয়ে গিয়েছিলাম ওকে এলাকার চায়ের দোকানে দেখে। ভাবতে লাগলাম কিরে যে ছেলে বাসা থেকেই বের হয় না সেই ছেলে আজ চায়ের দোকানে হঠাৎ!!! .. আমি দোকানের দিকে গেলাম গিয়ে দেখি ও আসলে নিজের ইচ্ছায় সেখানে দাঁড়িয়ে নেই। কিছু একটা কিনতে আন্টি ওকে দোকানে পাঠিয়েছিলো আর পথিমধ্যে ওর বাবার বন্ধু ইসহাক সাহেবের সাথে দেখা। ঐ চায়ের দোকানেই বসে ছিলেন। ওকে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় ডেকে কথা বলছেন হয়তো। .. আমি ইসহাক সাহেবকে কিভাবে চিনি?? সেইটা বলি তাহলে আপনাকে। আমরা যাই বাসায় ভাড়া থাকি ঐ বাসাতেই একটা ফ্লাটে থাকেন ইসহাক সাহেব। আসলে ফ্লাটটা তিনি কিনে নিয়েছেন। আমি বেজায় ফাযিল টাইপ একটা ছেলে এটা সবাই জানে। একদিন ফাযলামি করে সিড়ি দিয়ে নামার সময় সব বাসার কলিং বেল দিয়েই দৌড় দিচ্ছিলাম। ইসহাক সাহেবের বাসায়ও বেল দিয়ে পালিয়ে যাচ্ছি এই মুহুর্তেই সিড়িতে দেখি উনি বাসার দিকে উঠছেন। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন- কি ব্যাপার অর্ণব এভাবে দৌড়াচ্ছো কেনো? (অর্ণব আমার ভালো নাম। নামের ভালো মন্দ আসলে কি জানি না কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি এটা নাকি ভালো নাম) আংকেল মাঠে ...

একাকিত্বের অন্তরালে || পর্ব ২ || EKAKITTER ONTORALE by Fahim Rifat

২ কখন যেনো সাকিব বাসায় এসে গেছে ফ্রেশ হয়ে রুমে এসেই আমাকে দেখে তো অবাক ...। - কিরে এতোদিন পর কোন গর্ত থেকে বের হইলি? - আরে বলিস না মামার বাড়িতে গিয়েছিলাম। অনেকদিন হলো যাওয়া হয়নাই তাই ঘুরে আসলাম একটু। - আমাকে বলতে পারতি তুই যাচ্ছিস। তাহলে আমি যেতাম । আমিও একটু অপ্রস্তুত হয়ে গেলাম। আসলেই তো আমি ইছা করলেই ওকে সাথে নিয়ে যেতে পারতাম। সাকিবের বাবা আব্দুল গফফার সাহেব রাজি না হলেও আন্টি কোণোভাবে ম্যানেজ করে নিতেন। নিতান্তই একটা ভুল করে ফেলেছি তাই আর সাকিবের এই প্রশ্নের উত্তর না দিয়ে প্রেক্ষাপট পাল্টানোর চেষ্টা করলাম। - তুই বাইরে গেছিলি কেনো? - ডাল কিনতে পাঠাইছিলো, আম্মা। - ও আচ্ছা। তা তোর দিনকাল কেমন কাটছে? - কাটছে সময় ঐ একইরকম। তবে জানিস বাবা এই মাসে একটা গিটার কিনে দিয়েছেন কিন্তু এখনো বাজাতে পারি না। - কই দেখি নিয়ে আয় তো আমি চেষ্টা করি। ভবঘুরে টাইপ মানুষ আমি প্রতিদিনই প্রচুর মানুষের সাথে মেশা হয়। অনেক কিছু শেখাযায় মানুষের সাথে মিশলে। সেভাবেই একবার স্কুল ছুটির পর পার্কে দিয়ে হাটছি। দেখি এলাকার এক বড় ভাই গীটার নিয়ে টুং টাং করছে। আমি এতটাই এক্সট্রোভার্ট টাইপ ছিলাম যে ভাই কে...

একাকিত্বের অন্তরালে || পর্ব ১ || ekakitter ontorale by Fahim Rifat

১ গল্পের শুরুটা যেখানে গল্প আসলে সেখানেই শুরু হয় নি।  ছেলেটার নাম সাকিব বর্তমানে সে ষষ্ট শ্রেণিতে পড়ছে। মেধাবীদের প্যারামিটারে তাকে মেধাবী বলা চলে না কিন্তু যথেষ্ট বুদ্ধিদীপ্ত একটা ছেলে। মেধাবীদের পারামিটারে তাকে মেধাবী না বলার কারণ হলো তার এই ৫/৬ বছরের পড়াশুনার জীবনে কোণো এ+ এর রেকর্ড নেই। এ+ যেনো তার কাল শত্রু। খুব ভালো নাম্বার পাবে সব সাব্জেক্টে এর মধ্যে দেখা যাবে কোণো একটা সাব্জেক্টে এতো খারাপ নাম্বার পাবে তার সাথে সাথে তার এ+ পাওয়াটাও হয়ে ওঠে না। তাই আজকাল সে পরীক্ষা দিয়ে বলে না যে এ+ পাবে কারণ সে এখন এতটুকু নিশ্চিত যে পরীক্ষা ভালো হলেও সে এ+ পাবে না। তাহলে তাকে বুদ্ধিদীপ্ত বলছি কেনো সেইটা তার একাকিত্বের জীবন সম্পর্কে পড়লেই জানতে পারবেন। .. সাকিবের আম্মা রাবেয়া সুলতানা একজন পাকা গৃহীনি। আমি তার মত সাংসারিক আর একহাতে এতকাজ সামলাতে পারা মানুষ কম দেখেছি। আমার কাছে তিনি বেশ একটা সম্মানের জায়গা দখল করে বসে আছেন। একবার সাকিবদের বাসায় গিয়েছি ভরদুপুরবেলা। গরমে আমার প্রাণ যায় যায় অবস্থা এরকম অবস্থাতেই কলিং বেল দিলাম আন্টি ওপাশ থেকে দরজা খুলে দিলেন। আমি সালাম দিতেই – -আন্ট...