একাকিত্বের অন্তরালে || পর্ব ৩ || EKAKITTER ONTORALE-3 by Fahim Rifat
৩ তিনদিন পর হঠাৎ সাকিবের সাথে দেখা। আমি মোটামুটি হকচকিয়ে গিয়েছিলাম ওকে এলাকার চায়ের দোকানে দেখে। ভাবতে লাগলাম কিরে যে ছেলে বাসা থেকেই বের হয় না সেই ছেলে আজ চায়ের দোকানে হঠাৎ!!! .. আমি দোকানের দিকে গেলাম গিয়ে দেখি ও আসলে নিজের ইচ্ছায় সেখানে দাঁড়িয়ে নেই। কিছু একটা কিনতে আন্টি ওকে দোকানে পাঠিয়েছিলো আর পথিমধ্যে ওর বাবার বন্ধু ইসহাক সাহেবের সাথে দেখা। ঐ চায়ের দোকানেই বসে ছিলেন। ওকে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় ডেকে কথা বলছেন হয়তো। .. আমি ইসহাক সাহেবকে কিভাবে চিনি?? সেইটা বলি তাহলে আপনাকে। আমরা যাই বাসায় ভাড়া থাকি ঐ বাসাতেই একটা ফ্লাটে থাকেন ইসহাক সাহেব। আসলে ফ্লাটটা তিনি কিনে নিয়েছেন। আমি বেজায় ফাযিল টাইপ একটা ছেলে এটা সবাই জানে। একদিন ফাযলামি করে সিড়ি দিয়ে নামার সময় সব বাসার কলিং বেল দিয়েই দৌড় দিচ্ছিলাম। ইসহাক সাহেবের বাসায়ও বেল দিয়ে পালিয়ে যাচ্ছি এই মুহুর্তেই সিড়িতে দেখি উনি বাসার দিকে উঠছেন। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন- কি ব্যাপার অর্ণব এভাবে দৌড়াচ্ছো কেনো? (অর্ণব আমার ভালো নাম। নামের ভালো মন্দ আসলে কি জানি না কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি এটা নাকি ভালো নাম) আংকেল মাঠে ...