Facebook Avatar ব্যবহার করা নাকি হারাম কিন্তু কেন এই মতবাদ?
Facebook Avatar ফেসবুক এভাটার নিঃসন্দেহে ফেসবুকের একটি নান্দনিক ফিচার যা এবারই প্রথম নয় এর পূর্বে বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া জায়েন্ট স্নাপচ্যাটের একটি ফিচার ছিলো বিটমোজী। সমীক্ষায় দেখা যায় প্রতিদিন প্রায় ২১০ মিলিয়ন মানুষ তাদের বিটমোজী ব্যবহার করে থাকেন। এই সংখ্যাটা কিন্তু কম নয় সেখানে ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া জায়েন্ট কেনো এর থেকে পিছিয়ে থাকবে? আরো প্রায় কয়েক মাস আগেই ফেসবুক তার বিটা ভার্সনে এই আপডেট টা দিয়ে দিয়েছিলো পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষনের জন্য। পর্যবেক্ষণ শেষে গতকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে অফিসিয়ালি Facebook Avatar সবার সামনে নিয়ে আসে। শুধুমাত্র বাংলাদেশে না সারা বিশ্বে যেহেতু স্নাপচ্যাটের থেকেও ফেসবুকের গ্রাহক সংখ্যা বেশি তাই ফেসবুক খুব সহজেই অধিক মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে এই আপডেটটি দিয়ে যেখানে একজন ব্যবহারকারী ইচ্ছা করলেই তার নিজের পছন্দ মত কাস্টমাইজ করে নিতে পারছেন নিজের এভাটারটি। সাথে থাকছে এক্সট্রা ফিচার হিসাবে কিছু স্টিকার অপশন। এবার আসি মুল প্রসঙ্গে......... ফেসবুকে গতকাল একটি বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট দেখলাম যেখানে সরাসরি মানুষের ধর্মীয় অন...
Comments
Post a Comment