অনুগল্প - লেখার অভ্যাস হোক এই কোয়ারেন্টাইনে
কোয়ারেন্টাইনের এই সময়ে আমাদের সকলের উচিত ঘরে থেকে নিজেকে নিরাপদ রাখা এবং নিজের পরিবারকে করোনা ভাইরাস থেকে রক্ষা করা। ঘরে বসে নিজের সময়কে অযথা না কাটিয়ে আসুন একটু লেখার অভ্যাস গড়ে তুলি,গল্পপড়ার অভ্যাস গড়ে তুলি। নিজের মত করে ১৫০ শব্দে গল্পলিখুন আর আপনার বন্ধুকেও বলুন গল্প লিখতে এতে করে আপনিও আর ৫ জনকে গল্প পড়া আর লেখারপ্রতি আগ্রহী করে তুলছেন। গল্প লিখে মেইল করতে পারেনঃ alfahim604@yahoo.com অথবা ফেসবুকে পোস্ট দিয়ে হ্যাশট্যাগ দিন #Story_in_Quarentine #StayHome সকলের লেখা অনুগল্পসমুহ পড়ুন এখানে... ______________________________________ ______________________ লেখকঃ ফাহিম মমিন রমণির এক হাতে স্টেফেন কিংস্ এর ফেমাস হরর জনরার বই, দি সাইনিং এবং অন্য হাতে সিগার।পাশের টেবিলে রাখা ছয় রাউন্ডের একটি পিস্তল।পায়ের ধার ঘেঁষে বয়ে যাচ্ছে এক তরল স্রোতধারা। যার উৎস, সামনে পরে থাকা নিথর যুবকের দেহ।পেশায় রমণি একজন ডিরেক্টর।হঠাৎ যুবকের দেহ খানিকটা নড়ে উঠতেই রমণির ঠোঁটের কোনে একচিমটি হাস...