Posts

Showing posts from May, 2021

একটি বান্দরবান ভ্রমণকাহিনী - পর্ব ১

Image
দিনটা ছিলো অক্টোবরের ২১ তারিখ। দিবাগত রাত। পরিকল্পনা মোতাবেক আমাদের বান্দরবান ভ্রমণ শেষ করে ঢাকা ফেরার কথা। অর্থসংগ্রহ এবং বাকি সকল প্রস্তুতি সেই পর্যন্তই। ১৬ তারিখ দিবাগত রাতে ভ্রমন শুরু হয়। এবারের ভ্রমণ সঙ্গী আমার মামাতো ভাই আর তার দুই4 বন্ধু, আর এডভেঞ্চার প্রিয় মানুষের আবার বাসে ভ্রমণে পোষায় না, তাই পূর্বে থেকেই ঠিক ছিলো ভ্রমণের এডভেঞ্চারই হবে বাইক ভ্রমণ।  যথারীতি, রাতে বেরিয়ে একত্র হলাম সবাই মিরপুর ডেলটা মেডিকেল কলেজের অপজিটে যেহেতু আমরা সবাই ঢাকা মিরপুরের বাসিন্দা। ওখান থেকে বের হয়ে গাবতলির কাছাকাছি একটি পাম্প থেকে দুইটা বাইকের তেল ভর্তি করা হলো। আমাদের বাইক প্রতি ৮০০০ টাকার বান্দরবান ভ্রমনের প্রথমেই ১০০০টাকা শেষ। অবশেষে রাতে যাত্রা শুরু। তবে এখানে একটা কথা বলে রাখি রাতে অন্তত চট্রগ্রাম রোডে বাইক ভ্রমন বেশ রিস্কি একটা কাজ। প্রচুর পরিমানে ট্রাক, লড়ি চলতে থাকে রাতে তবে একটা ভালো দিক হচ্ছে সেইসব ড্রাইভাররা আবার আমাদের শহরাঞ্চলের ড্রাইভারদের মত ঘার ত্যাড়া না। আপনি পেছন থেকে হর্ন দিলে তারা সুযোগ আর সময় মত সাইড দিয়ে দিবে।  তাই তাদের সামনে যেয়ে বেশি ব্যস্ততা দেখিয়ে বার বার হর্ন ...