একজন মুমিনের জন্য যেসব বিষয় গুরুত্বপূর্ণ

মুসলিম হিসাবে একজন মুমিনের যে ৪টি কালেমা এবং ২টি ইমানি দোয়ার মর্মার্থ এর প্রতি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে  

কালেমা সমূহঃ

১। কালেমা তাইয়্যেবাঃ ﻟَﺎ ﺍِﻟَﻪَ ﺍِﻻَّ ﺍﻟﻠﻪُ ﻣُﺤَﻤَّﺪُ ﺭَّﺳُﻮْ ﻝُ ﺍﻟﻠﻪ 

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ।

অনুবাদঃ আল্লাহ ভিন্ন ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেহই নাই। হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম তাঁহার প্রেরিত রসূল।


২। কালেমা শাহাদাতঃ  ﺍَﺷْﻬَﺪُ ﺍَﻥْ ﻟَّﺎ ﺍِﻟَﻪَ ﺍِﻟَّﺎ ﺍﻟﻠﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻟَﺎﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪُ ﻭَﺍَﺷْﻬَﺪُ ﺍَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩُ ﻭَﺭَﺳُﻮْﻟُﻪ 

উচ্চারনঃ আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু ।

অনুবাদঃ আমি সাক্ষ্য দিতেছি যে , অল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই তিনি এক তাঁহার কোন অংশীদার নাই । আমি আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাঁহার প্রেরিত নবী ।


৩। কালেমা-ই তাওহীদঃ  ﻟَﺎ ﺍِﻟَﻪَ ﺍِﻟَّﺎ ﺍَﻧْﺖَ ﻭَﺍﺣِﺪَ ﻟَّﺎﺛَﺎﻧِﻰَ ﻟَﻚَ ﻣُﺤَﻤَّﺪُﺭَّ ﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪِ ﺍِﻣَﺎﻡُ ﺍﻟْﻤُﺘَّﻘِﻴْﻦَ ﺭَﺳُﻮْ ﻟُﺮَﺏِّ ﺍﻟْﻌَﻠَﻤِﻴْﻦَ 

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহেদাল্লা ছানীয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লা ইমামুল মোত্তাকীনা রাছুলুরাবি্বল আলামীন।

অনুবাদঃ আল্লাহ ভিন্ন কেহ এবাদতের যোগ্য নাই। তিনি এক তাঁহার অংশীদার নাই মুহাম্মদ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) সোত্তাকীনদের (ধর্মভীরুগণের) ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত।


৪। কালেমা-ই তামজীদঃ  ﻟَﺎ ﺍِﻟَﻪَ ﺍِﻟَّﺎ ﺍَﻧْﺖَ ﻧُﻮْﺭَ ﻳَّﻬْﺪِﻯَ ﺍﻟﻠﻪُ ﻟِﻨُﻮْﺭِﻩِ ﻣَﻦْ ﻳَّﺸَﺎﺀُ ﻣُﺤَﻤَّﺪُ ﺭَّﺳَﻮْ ﻝُ ﺍﻟﻠﻪِ ﺍِﻣَﺎﻡُ ﺍﻟْﻤُﺮْﺳَﻠِﻴْﻦَ ﺧَﺎ ﺗَﻢُ ﺍﻟﻨَّﺒِﻴِّﻦَ 

উচ্চারনঃ লা-ইলাহা ইল্লা আনতা নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন।

অনুবাদঃ হে খোদা! তুমি ব্যতীত কেহই উপাস্য নাই, তুমি জ্যোতিময় । তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিঃ প্রদর্শন কর । মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) প্রেরিত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী।


৫। ঈমান-ই মুজমালঃ  ﺍﻣَﻨْﺖُ ﺑِﺎﻟﻠﻪِ ﻛَﻤَﺎ ﻫُﻮَ ﺑِﺎَﺳْﻤَﺎﺋِﻪ ﻭَﺻِﻔَﺎﺗِﻪ ﻭَﻗَﺒِﻠْﺖُ ﺟَﻤِﻴْﻊَ ﺍَﺣْﻜَﺎﻣِﻪ ﻭَﺍَﺭْﻛَﺎﻧِﻪ 

উচ্চারণঃ আ-মানতু বিল্লা-হি কামা-হুয়া বিআসমা-ইহী ওয়া সিফা-তিহী ওয়া ক্বাবিলতু জামী-আ আহকা-মিহী ওয়া আরকা-নিহী।

অর্থঃ আমি আল্লাহ তা’আলার উপর ঈমান আনলাম। তিনি যেমন, তার নামসমূহ ও তাঁর গুণাবলী সহকারে এবং আমি গ্রহণ করেছি তার সমস্ত বিধান ও আরকানকে।


৬। ঈমান-ই-মুফাসসালঃ ﺍﻣَﻨْﺖُ ﺑِﺎﻟﻠﻪِ ﻭَﻣَﻠﺌِﻜَﺘِﻪ ﻭَﻛُﺘُﺒِﻪ ﻭَﺭَﺳُﻮْﻟِﻪ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟْﺎﺧِﺮِ ﻭَﺍﻟْﻘَﺪْﺭِ ﺧَﻴْﺮِﻩ ﻭَﺷَﺮِّﻩ ﻣِﻦَ ﺍﻟﻠﻪِ ﺗَﻌَﺎﻟﻰ ﻭَﺍﻟْﺒَﻌْﺚِ ﺑَﻌْﺪَﺍﻟْﻤَﻮْﺕِ

উচ্চারণঃ আ-মানতু বিল্লা-হি ওয়া মালা-ইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসূলিহী ওয়াল ইয়াউমিল আ-খিরী, ওয়াল ক্বাদরি খায়রিহী-ওয়া শাররিহী মিনাল্লা-হি তাআলা ওয়াল বা’সি বা’দাল মাওত।

অর্থঃ আমি ঈমান আনলাম আল্লাহর উপর তাঁর ফিরিশতাদের উপর, তাঁর আসমানী কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং শেষ দিবসের উপর আর এর উপর যে, অদৃষ্টের ভাল-মন্দ আল্লাহ তা’আলার তরফ হতে এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর।


হে আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে, ঈমানের সাথে, আমলের সাথে মৃত্যু দান করিও। আমিন...।

Comments

Popular posts from this blog

Less is More : The way of Minimalistic Lifestyle

চাহিবা মাত্র ইহার বাহককে টাকা দিতে বাধ্য থাকিবে